স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জের ছৈলাদী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের আলী হোসেন খাল বাদল (৩৫) নামের এক ব্যক্তিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (০১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় আলী হোসেন খাল বাদলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post