আল আমিন, নাটোর প্রতিনিধি :-নাটোর সদর উপজেলার লোচনগড়ে স্ব-ঘোষিত পীর হোসেন কবিরাজের আল চিশতীয়া মাজার ও মাজার প্রাঙ্গনে আয়োজিত বাৎসরিক বাউল গানের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে এই ঘটনা ঘটে।
আল চিশতীয়া মাজারের পীর হোসেন আলী কবিরাজ বলেন, প্রতি বছরই মাজারে আমরা ওরসের আয়োজন করি। গত বছরও এলাকায় ১ লাখ টাকা চাঁদা দিয়ে ওরস করতে হয়েছে। এ বছরও তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি বলেছি ওরস শেষ হয়ে যাবার পরে বিষয়টি দেখবো। আমার সাথে এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম গতকাল সন্ধ্যায় ফোন দিয়ে ডেকেছিল। আমি ব্যস্ততার কারণে সেখানে যেতে পারিনি।
তিনি আরোও বলেন, গতকাল রাত ৯ টার দিকে আচমকা দরগায় হামলা চালায় চাঁদা দাবি করা ঐ গ্রুপ। বিষয়টি বুঝতে পেরে আমি প্রাণের ভয়ে লুকিয়ে ছিলাম। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের প্রয়োজনীয় কাগজপত্র থাকার ঘরেও ভাঙচুর চালায়। এসময় খাদিজা নামে এক নারী ভক্তকে পিটিয়ে আহত করে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাদিক বাসিন্দারা জানান, হোসেন আলী নিজেকে পীর ঘোষনা করে মাজারের নাম দিয়ে সেখানে লোকজন নিয়ে গাঁজা-মদ সেবনসহ অসামাজিক কার্যক্রম চালান । প্রতিবছর এই সময় হলে দুই তিন দিন ধরে বিকট শব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে গাঁজার আখরা বসিয়ে গান-বাজনা করে। এলাকাবাসী নিষেধ করেও সেগুলো বন্ধ করতে পারেনি। তাই গতকাল এলাকাবাসী তার এই অসামাজিক কার্যকলাপে বিরক্ত হয়ে এগুলো উচ্ছেদ করেছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল।ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল। পরে তাদের অভিভাবক থানায় এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে।এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post