নিজস্ব প্রতিবেদক :: থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদফতর। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিনেট ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যমকে স্ক্রল দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে যেন কোন আতশবাজি, পটকা না ফোটানো হয়। আজকে সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
গণমাধ্যমকে স্ক্রল দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে যেন কোন আতশবাজি, পটকা না ফোটানো হয়। আজকে সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Discussion about this post