বিনোদন প্রতিবেদক :: নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর ও ইমরানের নতুন গান ‘মন জানে’। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান এবং গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
এ বিষয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। ভাবতাম তার মতো গায়ক হবো। আসিফ ভাই নিয়মিত কথাবার্তায় প্রশংসা যেমন করেন, তেমনি ভুল ধরিয়ে দেন।
গানটির গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে। গানটি লিখেছি ইমরান ভাইয়ের করা সুরের ওপর। রোমান্টিক ঘরানার এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার। ‘মন জানে’ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
Discussion about this post