নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওএসডি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অসদাচরণের দায়ে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া সুপারিশ ঘিরে প্রশাসন ক্যাডারের সঙ্গে পালটাপালটি অবস্থানে রয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। উভয়পক্ষই নিজেদের দাবির পক্ষে কর্মসূচিও পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সাদিকুর রহমান ২৫ ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তার ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সদ্ধিান্ত হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
Discussion about this post