স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কর্মশালা শেষে মহানগরের সব থানার আহবায়ক ও সদস্য সচিবের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর মেট্রো থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন, সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন, পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান রাজিব, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুর ইসলাম, কাউলতিয়া থানা যুবদলের সদস্য সচিব কামরুল হাসান সবুজ প্রমুখ।
Discussion about this post