মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে,প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়। সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএ্যান্ড এফ পাড়ায় একটি চায়ের দোকানে তার বন্ধুদের সাথে বসে ছিল। দোকানে বসে ছিল। এসময় ১০/১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে ইকরামুলের উপর এলোপাতাড়ি হামলা চালায়।সঙ্গে থাকা বন্ধুরা এসময় পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশংকাজনক। রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানায়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Discussion about this post