গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মাছের প্রজেক্ট থেকে ৮(আট) লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় চারজনকে বিবাদী করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন দড়ি জাঙ্গালিয়া এলাকার মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোঃ আরিফ হোসেন গাজী(৪২)। অভিযুক্তরা হলেন- কালীগঞ্জ থানাধীন দড়ি জাঙ্গালিয়া এলাকার মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে মোঃ সবুজ (৫৫)ও রফিকুল ভূইয়া, মোঃ তজুম উদ্দিন ভূইয়ার ছেলে মোঃ আরমান ভূইয়া (৪০) মৃত শহিদ ভূইয়ার ছেলে মোঃ আমিনুল ভূইয়া (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আরিফ হোসেন গাজীসহ কয়েকজনে মিলে দড়ি জাঙ্গালিয়া রুহুল আমিনের বাড়ির পাশে প্রায় ৫ বিঘা জমির উপরে একটি মাছে প্রজেক্ট স্থাপন করে মাছ চাষ করে আসছিলেন। এতে পূর্ব শত্রুতা পোষন করে মো. সবুজগং বিভিন্ন সময় মাছের প্রজেক্ট মালিকদের প্রজেক্ট ছেড়ে দিতে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তারই জের ধরে ২৯ শে ডিসেম্বর (রবিবার) সকালে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রজেক্টের পশ্চিম পার্শ্বের রাস্তার মাঝখানে দিয়ে বাধ কেটে পানি ছেড়ে দেয়। পরে প্রজেক্টে থাকা বিভিন্ন ধরনের ৮ (আট) লক্ষ টাকার মাছ ধরে জোর পূর্বক নিয়ে যায়। এবিষয়ে প্রজেক্ট মালিক পক্ষের আরিফ হোসেন গাজী বলেন, স্থানীয় মিজান, আমানউল্লাহ ভূইয়া ও মোছেন, মিলন বাড়ারী’র কাছ থেকে ৪ বছরের চুক্তিতে জমি ভাড়া নিয়ে আমরা মাছ চাষ শুরু করি। এরপর আমরা প্রজেক্টে প্রায় ৮(আট) লক্ষ টাকার মাছ ছারি। মাছ ছাড়ার প্রায় মাস পর থেকে পূর্ব শত্রুতা পোষন করে সবুজগং বিভিন্ন সময় মাছের প্রজেক্ট ছেড়ে দিতে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। একপর্যায়ে তারা গতকাল রবিবার সকালে জোরপূর্বক বাধ কেটে মাছ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাদের সহযোগীতায় বাধ বাধা হয়। এবিষয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এস আই ইব্রাহীম বলেন, আমরা থানায় মাছ লুটের একটি অভিযোগ পেয়েছি। এরআগে উক্ত ঘটনা নিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post