স্টাফ রিপোর্টার :: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে গাজীপুরে সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রসাশকের হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ। তিন দিনের প্রশিক্ষণে অংশ গ্রহণ করা গাজীপুর জেলার ৩৫ জন সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
Discussion about this post