আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিএনপির রাজনীতি করার পাশাপাশি জুলাই বিপ্লবে অংশগ্রহন করেও নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার এনায়েত করিম রাঙ্গাকে শেখ হাসিনার সাথে ৩টি হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধে রাঙ্গার ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফায়সাল আহম্মেদ এই মামলাগুলোতে অভিযুক্ত করেছেন বলে দাবি করেছেন রাঙ্গার স্ত্রী উম্মে সালমা পাপিয়া। আজ সোমবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে উম্মে সালমা পাপিয়া বলেন, তার স্বামী রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহবায়ক।রাঙ্গার বৈষম্য বিরোধী আন্দোলে অংশ নেয়া ভিডিও ও ওই সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি নিজেও আন্দোলনে স্বামীর সাথে অংশ গ্রহণ করেছেন। কিন্তু রাঙ্গার ভাই আবু জাহেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধে আবু জাহেদের ছেলে ঢাবি শিক্ষার্থী ফায়সাল আহম্মেদ চক্রান্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ৩টি হত্যা মামলায় অভিযুক্ত করেন। এই মামলায় গত ২৮ ডিসেম্বর রাঙ্গাকে তার গ্রামের বাড়ি সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। কোন অপরাধ না করেই তিনি মিথ্যা হত্যা মামলায় কারাগারে রয়েছেন। উম্মে সালমা পাপিয়া অভিযোগ করেন, ফায়সাল আহম্মেদ ছাত্রলীগের রাজনীতি ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সহযোগী ছিলেন। দেশে নতুন করে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের ঢাকার বাড়িতে হুমকি দেয়। এছাড়া ফোনেও তাদের শেখ হাসিনার সাথে তার স্বামীকে হত্যা মামলার আসামী করার হুমকি দেয়। পাশপাশি ফায়সাল আহম্মেদের পিতা আবু জাহেদ আওয়ামী লীগের নেতা। তাই তার ইন্ধনে এই মামলাগুলোতে অভিযুক্ত করা হয় বলে দাবি করেন পাপিয়া। এই ঘটনার সঠিক তদেন্তর দাবি করেন তিনি। তিনি বলেন কোন মামলার তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবেনা বলে সরকারের ঘোষণা থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি। রাঙ্গার চাচাতো ভাই আব্দুল আজিজ বলেন, জমি সংক্রান্ত বিরোধে রাঙ্গার পক্ষ নেয়ায় তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। তিনি কোনদিনই ঢাকায় যাননি। অথচ ঢাকার সূত্রাপুরে ১৯ জুলাই ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলায় তাকে ৫১ নম্বর অভিযুক্ত করা হয়েছে। তিনিও এই ঘটনার জন্য ফায়সাল আহমেদকে অভিযুক্ত করেন। তবে ফায়সাল আহমেদ তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ছাত্রলীগের কোন পদ পদবিতে ছিলেন না। হলে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতির প্র্যাকটিস করা দরকার ততোটুকুতে সীমাবদ্ধ ছিলেন। দেশের প্রয়োজনে তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। দেশের জন্য তিনি সক্রিয় ভুমিকা রেখেছেন। ১৭ জুলাই সূর্যসেনা হলকে তিনিই ছাত্রলীগ মুক্ত করেছেন বলে জানান তিনি। তার চাচার মামলার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ফায়সাল আহম্মেদ বলেন, তিনি এই ঘটনার সাথে জড়িত না। তার চাচার সিকিউরিটি এক্সচেঞ্জের ব্যাবসা রয়েছে । তার কর্মীদের অর্থ আত্মাসৎ সহ নানা অভিযোগ রয়েছে। তার অনেক শত্রু রয়েছে। পারিবারিক শত্রুতার কারনে কেনো তাকে অভিযুক্ত করা হচ্ছে তার কারন খুজে পাচ্ছেন না। ফায়সাল উল্টো অভিযোগ করেন, তিনি সিংড়ায় গেলে তার পা কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছে।
Discussion about this post