স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
এ সময় হাসান সরকার বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটনের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আতাউর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক বসির উদ্দিন আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির হিসাব রক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল রহমান, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম কাজল, ভাদাম দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম জনি, বিএনপি নেতা সোহেল রানা, আনোয়ার হোসেন, মোঃ মোস্তফা মিয়া, মোঃ ওমর আলী, আয়েত আলী, মোঃ আবুল কাশেম, মোতালেব মিয়া, আবুল কাশেম প্রমুখ। আলোচনা সভা শেষে বাষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post