নিজস্ব প্রতিবেদক:: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়। আগুনে পুড়ে গেছে মিষ্টির দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকানসহ অন্তত এক শ ব্যবসা প্রতিষ্ঠান। নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের চিৎকারে ভারী হয়ে উঠে মাধাইয়া বাজার ও আশপাশের এলাকা।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত এক শ দোকানেরও বেশি পুড়ে গেছে।
এ বিষয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৬টি ইউনিট এক সঙ্গে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
Discussion about this post