স্টাফ রিপোর্টার :: গাজীপুরের পূবাইলে ২২ বছরের ডিস ও ইন্টারনেট ব্যবসা বিএনপি নেতার পরিচয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় নাসির, আমজাদ ও তমিজউদদীন, জাহাঙ্গীর, শুক্কুর গংদের বিরুদ্ধে। তারা ৫ আগষ্টের আগে আ’লীগের বিভিন্ন মিটিং মিছিল, সভা ও সমাবেশ করে রাজনৈতিতে সক্রিয় ছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকায়।
এ বিষয়ে প্রকৃত ও পুরাতন ডিস ব্যবসায়ীদের পক্ষে সোহেল মোল্লা বাদী হয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আজ শনিবার সকাল থেকে সংযুক্ত আগের লাইনের পাশাপাশি জোরপূর্বক নতুন করে ডিসের ক্যাবল টানার কাজ চলমান রেখেছে দখলবাজরা।অভিযুক্তদের পক্ষে একই এলাকার নাসির জানান আমরাতো ওদের লাইনের তার কেটে দিচ্ছিনা।আমরা নতুন করে লাইন টানছি। কারো ব্যবসা দখল বা ক্ষতি করছি না।যদিও নাসির বিগত আওয়ামী লীগের সময় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কাদির চেয়ারম্যানের আত্মীয় পরিচয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন, এমনকি কাদের চেয়ারম্যান নাসিরের নামে রাজউকের প্লট বরাদ্দ করিয়ে নেন। কাদের চেয়ারম্যানের মৃত্যুর পর তার ছেলের সাথে এলাকায় আধিপত্য বিস্তার করেন।
ডিস ব্যবসায়ীদের মধ্যে খিলগাঁও এলাকার নিপুন জানান, আমরা দীর্ঘ ২২ বছর যাবত ডিস ও ইন্টারনেট ব্যবসা চালিয়ে আসছি। হঠাৎ করে কয়েকদিন ধরে ব্যবসা দখলের পায়তারা করতেছে একটি মহল। আমাদেরকে অপসারণের মাধ্যমে ব্যবসা দখল ও মারাত্মক ক্ষতির হুমকি দিয়ে যাচ্ছে তারা। এর থেকে পরিত্রাণ ও ব্যবসা করার আইনানুগ সহযোগিতা চাই।
এই বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post