স্টাফ রিপোর্টার :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক মুরব্বি জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চট্টগ্রামে ডবলমুরিং ও টঙ্গী থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ি নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজ দুপুরে এই তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে একই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জিয়া বিন কাসেম ওই মামলার ৬ নম্বর আসামি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম ডবলমুরিং থানা ও আমাদের থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে। তাঁকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
Discussion about this post