স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন বলেছেন,সমাজে ন্যায় ইনসাফ না থাকার কারণে অধিকার বঞ্চিত মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে । শোষণ জুলুম নিপীড়ন নির্যাতনের নির্মম যাতাকলে পিষ্ট মানবতা । অসহায় বঞ্চিত অধিকার হারা মানুষের করুন আর্তনাদে আকাশ বাতাস ভারি হচ্ছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী মুসলমান হিন্দু বৌদ্ধ খৃষ্টান তথা সকল ধর্ম বর্ণ শ্রেনী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপত্তা বিধান নিশ্চিত হবে এমন একটি সমাজ বিনির্মানে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টঙ্গী পশ্চিম থানার আমীর মোঃ আনোয়ার হোসনে ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এ এইচ এম ইরফানুল হক, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ সানাউল্লাহ, আব্দুস সালাম, আল মাহমুদ, ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Discussion about this post