স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের উত্তর পার্শ্বে ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।
জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ শেষে অটোরিকশা নিয়ে গাজীপুরার উদ্দেশ্যে রওয়ানা দেন জামায়াত নেতা আ স ম ফারুক। অটোরিকশাতে যাত্রী ভেসে দুই ছিনতাইকারী ছিলো। অটোরিকশাটি হোসেন মার্কেট এলাকা থেকে একটু উত্তর দিকে যাওয়ার পর যাত্রী ভেসে থাকা ছিনতাইকারীরা তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও মানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা জামায়াত নেতা আ স ম ফারুককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিতসা দেয়া হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, আমি ঘটনাটি অবগত হয়েছি। অভিযোগ নিয়ে আসামিদের দ্রুত আটকের ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে অভিযোগ রয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। প্রতিদিনই বিভিন্ন সড়ক-মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অতি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
Discussion about this post