স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আগামী ১৭ই জানুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা কর্মীসভায় আগমন উপলক্ষে জরুরী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামি আমির সদেকিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির দর্শনা শাখা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, জিয়াউর রহমান (মুহুরি), ইউনিয়ন নায়েবে আমির মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় বৈঠকে আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারি সেক্রেটারি ওসমান গনি, অফিস সহকারি আব্দুর রহমান, তিন নাম্বার ওয়ার্ড সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, ৪নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান (কাবিল) ও ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য আবু হানিফা সহ ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে দায়িত্বশীলদের করণীয়, কাজের পরিকল্পনা, কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শেষে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
Discussion about this post