আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নলডাঙ্গা উন্নয়ন ফোরামের আয়োজনে আজ বুধবার সকাল ৯ টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এক বছর ধরে বন্ধ রয়েছে রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। এটি ২০২৩ সালের ২৮ জুলাই বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। বন্ধ হবার এক বছরেও ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। অল্প ভাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে নিরাপদ ভ্রমণের একমাত্র ট্রেনটি বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারও যাত্রী। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য মুনছুর রহমান নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম সমসের আলী,ছাত্র মহাইমিনুল হক, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামানিক, নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান,নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী- সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,সাবেক নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি জিয়াউল হক জিয়া।
Discussion about this post