স্টাফ রিপোর্টার, গাজীপুর:: হাজী মুছা খাইলকুর বাদশাহ মিয়া স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক মোতাসিম বিল্লাহ যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিকভাবে সম্মানিত ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স এন্ড এচিভমেন্ট (Fulbright Teaching Excellence and Achievement) প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছেন। এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি ৬ সপ্তাহব্যাপী একটি বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণে অংশ নেবেন এবং আটলান্টার একটি হাইস্কুলে ৪০ ঘণ্টা শিক্ষকতা করবেন। শিক্ষা জীবন ও সাফল্যের ধারা মোতাসিম বিল্লাহ ২০১৩ সালে দেশসেরা রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে মরক্কো সরকারের ফুলফান্ডেড স্কলারশিপের আওতায় ২০১৫ সালে ফরাসি ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। তার উচ্চশিক্ষার পথচলা অব্যাহত থাকে মরক্কোর রাজধানী রাবাতের বিখ্যাত মোহাম্মদ ফাইভ ইউনিভার্সিটিতে, যেখানে তিনি ২০১৯ সালে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে তিনি খাইলকুর বাদশাহ মিয়া স্কুল এন্ড কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। স্বল্প সময়ে নিজের কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা দিয়ে তিনি সবার প্রশংসা অর্জন করেন। ফুলব্রাইট প্রোগ্রামে অংশগ্রহণ আগামী ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে এই প্রোগ্রাম। ২১ জানুয়ারি তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রোগ্রাম চলাকালীন তিনি আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন। আটলান্টার একটি হাইস্কুলে ৪০ ঘণ্টা শিক্ষকতার মাধ্যমে তিনি সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে মোতাসিম বিল্লাহ বলেন, “এটি শুধু আমার জন্য নয়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের এবং দেশের জন্য একটি বড় সম্মানের বিষয়। এই অর্জন আমাকে আরও দক্ষ হতে সাহায্য করবে এবং তা আমি আমার শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে পারব।” প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রধীপ দেবনাথ বলেন, “মোতাসিম বিল্লাহর এই সাফল্য আমাদের গর্বিত করেছে। তার এই অর্জন অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।” ফুলব্রাইট প্রোগ্রামের গুরুত্ব যুক্তরাষ্ট্র সরকারের এই প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে। বাংলাদেশ থেকে তিনজনসহ এবছর মোট ৮৭ জন এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। মোতাসিম বিল্লাহর এই অর্জন তার নিজের ও প্রতিষ্ঠানের জন্য যেমন গৌরবজনক, তেমনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post