আল আমিন,নাটোর প্রতিনিধি:- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর পক্ষ থেকে নাটোর জেলার দুই’শ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জেলার ৭টি উপজেলা থেকে আগত ভাতাভোগি ও সদস্যদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ শেষে জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, বাহিনীর মহাপরিচালক সদস্যদের অবদান কে মনে রাখতে চান। তৃণমূলের স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি যথাযথ ভাবে দিতে চান। যারা দেশ ও মানুষের আর্থ-সামাজিক কল্যাণে নিয়োজিত আছেন, তাদের পাশে বাহিনী সব সময় দাঁড়াবে। এছাড়া বাহিনীতে দীর্ঘদিন ধরে যে সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহাপরিচালক। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট জালাল উদ্দীন মোল্লা, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল হক ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
Discussion about this post