আল আমিন,নাটোর প্রতিনিধি:- নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সদর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নাটোরের উপ পরিচালক মোঃ শামীম হোসেন। উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি এবং গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব-কর্তব্য, আইন ও বিভিন্ন বিধিবিধান বাস্তবায়নে ভূমিকা পালন, সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন ইস্যুভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে সদর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিম সদস্য অংশ নেন এবং এর বাইরে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা এবং আনসার-ভিডিপি কার্যালয়কে সংযুক্ত করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীবৃন্দ সকালে হেলিপ্যাড মাঠে পিটি-প্যারেড, শিক্ষা সফর এবং বিনোদনমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেন। সমাপনী দিনে ‘অর্জন’ নামে একটি দেয়ালিকা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীবৃন্দ। প্রশিক্ষণে তেবাড়িয়া ইউনিয়নের আমীর হোসেন শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে এবং হালসা ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়নের পুরষ্কার লাভ করে। উল্লেখ্য গত ২৫ নভেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ গ্রহন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
Discussion about this post