নিজস্ব প্রতিবেদক :: সিলেটের অসহায় শীতার্তরা আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেয়েছেন। মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সুরমার কামালবাজারের বেটুরমুখ অসহায়দের মধ্যে উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাইয়ূম চৌধুরী বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। তারেক রহমান দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
বিএনপি নেতা আবুল বাশারের সভাপতিত্বে ও ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা আব্দুল মান্নান, রিয়াদ আহমদ, আব্দুল মুমিন, ফয়জুল ইসলাম, কামাল মিয়া, হাফিজ জয়নাল উদ্দিন প্রমুখ।
Discussion about this post