নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাশেম, আব্দুল বারিক, শাসছুল হক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম।
সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড পৌরসভার সাবেক কমান্ডার কাজী জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার নিজামুল হক মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার জমির উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন সাবেক কমান্ডার মো: ফারুক, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার ইদ্রিস ভূইয়া, আলকরা ইউনিয়নের সাবেক কমান্ডার পেয়ার আহমেদ, উপজেলা শুভপুর ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার গাজী নূর হোসেন প্রমুখ।
কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে রবিবার দুপুরে হেনস্তার শিকার হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (বীর প্রতিক)। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনা চলছে। এ ঘটনার পর লজ্জায় এলাকা ছেড়েছেন তিনি। হেনস্তাকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি। এদিকে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
Discussion about this post