স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গীতে আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকার বলেন, ষড়যন্ত্রকারীরা শাশ্বতকাল ধরে চলা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। কারা কী উদ্দেশ্যে এ দেশে সংখ্যালঘু ইস্যু তৈরি করতে চায় তা সকলের কাছেই আজ দিবালোকের মত পরিষ্কার। সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অনেকের মধ্যে এব্যাপারে সচেতনতা তৈরি হয়েছে। যার ফলে বিগত দুর্গাপূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যাতে সফল না হয় সে জন্য হিন্দু সম্প্রদায়ের উপসনালয়গুলো পাহারা দেয়া হয়েছে। এতে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে প্রতিবেশী দেশে গিয়ে হিন্দুদের ওপর কাল্পনিক নির্যাতনের গল্প-গুজব রটাচ্ছে।
শ্রী প্রেম আনন্দ বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অবিভক্ত টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বিএনপি নেতা হারুন-অর-রশিদ, ওমর ফারুক, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া, বিএনপি নেতা আবুল কাশেম প্রমুখ।
Discussion about this post