ফয়সাল হাওলাদার :বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি বিজয় র্যালি বের করা হয়। বিজয় র্যালিটি বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদররোড টাউন হলের সামনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পথ সভায মিলিত হয়। কায়সার আহমেদ এর নেতৃত্বে বিজয় র্যালি ও পথসভায় জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় কায়সার আহমেদ মহান বিজয় দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এদেশ হবে একটা সুখী সমৃদ্ধশালী দেশ।
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়ার কর্মপরিকল্পনা অনুসরণ করে তারেক রহমান এর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো আমরা। গত ১৫ বছরে দলীয় ব্যানারে বিজয় দিবস উদযাপন করতে না দেয়ার জন্য সাবেক আওয়ামী সরকারের সমালোচনা করেন এবং বিজয় দিবস উন্মুক্তভাবে উদযাপন করার সুযোগ এনে দেয়ার জন্য ছাত্রজনতাসহ সকলকে কৃতজ্ঞতা জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। আন্দোলনে নিহতদের আত্মার মাহফিরাত কামনা করা হয়।
Discussion about this post