স্টাফ রিপোর্টার,মুজিবনগরঃ মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় ফেনসিডিল, একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন সহ চার চোরাকারবারী কে আটক করেছে মুজিবনগর বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর ৪ টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬ টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন ৭৫০ পিস
একুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেল সহ ৪ চোরাকারবারিকে আটক করে আটককৃত ব্যক্তিরা হলো- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক(২০), মৃত
নূরবকস্ এর ছেলে লাল্টু মিয়া(৩৫),রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩)এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতাআইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post