নিজস্ব প্রতিবেদক:: নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধারা। পরে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু। বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কুষ্টিয়ার সিভিল সার্জন মো. আকুল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এইদিনে জেলার চৌড়হাসে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যুদ্ধ শেষে কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রুমুক্ত করা হয়।
Discussion about this post