আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরী পায়নি। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোন প্রকার বৈষম্যই এই বাংলায় ঠায় হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা, নবীন বরণ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন। নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামীলীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটের তাদের কোন দরকার হয়নি। তারা জনগণের মনের কথা কীভাবে বুঝবে। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা নিজেদের এমপি, মন্ত্রী পরিচয় দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে। নাটোরে তেমন কোন শিল্প কারখানা ছিল না। আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে নাটোর প্রাণের কারখানা নির্মাণ করাই। আজ সেখানে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামী দিনে সুযোগ হলে নাটোরে এমন আরও অনেক শিল্প কারখানা সৃষ্টি করবো যেখানে তোমরা পড়ালেখা শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারো।
Discussion about this post