আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরের নলডাঙ্গা উপজেলায় চার্জার চালিত অটোরিক্সার ধাক্কায় ফাতেমা খাতুন নামে ছয় বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশিলা ইছলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা একই এলাকার সেলিম সরদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোনোয়ার জাহান। স্থানীয়রা জানান, ফাতেমা স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণী লেখাপড়া করত। সকালে ওই প্রতিষ্ঠানে যাওয়ার সময় নলডাঙ্গা-শেরকোল সড়কের বাশিলা মসজিদ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি চার্জার চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অফিসার ইনচার্জ (তদন্ত) মোনোয়ার জাহান আরো জানান, অটোরিক্সা ও চালকের সন্ধানসহ আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Discussion about this post