স্টাফ রিপোর্টার :: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়াও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ষান্মাসিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সরকার, অউই এবং অঋউ সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ)। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post