মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এক যৌথ অভিযানে মাদকসহ ১ মাদক কারবারিকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ আটক হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে এক অভিযান চালায়। এসময় আহসান হাবিবের ছেলে চিহ্নিত মাদক কারবারী তরিকুল ইসলাম (৪০)কে তার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারি তরিকুলকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।
Discussion about this post