স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে অজ্ঞাতনামা (৩৬) এক যুবক ও এক কিশোরীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম জান্নাত (১৫)। সে পটুয়াখালি জেলার বাউফল থানার গোসিংগা গ্রামের আব্দুলস সালামের মেয়ে বলে জানা গেছে। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। জান্নাত টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া জনৈক মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থাকতো। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় গোপালপুর এলাকা থেকে শামীম নামে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ওই যুবককে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রেখে চলে যায়। নিহতের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও বেগুনী রঙের ফুলহাতা গেঞ্জি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে শামীম নামে একজন মৃত অবস্থায় এনে হাসপাতালে রেখে চলে যান।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টায় বসতঘরের দেয়ালের রডের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জান্নাত। তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন কিশোরীসহ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Discussion about this post