আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুর উপজেলা পরিষদের সামনে থেকে গোপালপুর হয়ে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার সড়কটি ৪ কোটি কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্রশস্তকরণ করে এলজিইডি। তবে বছর না যেতেই দেবে গেছে রাস্তার অধিকাংশ জায়গা । শতাধিক স্থানে উঠে গেছে পিচ-কার্পেটিং। গাড়ি ব্রেক করলেই চাকার ঘর্ষণে গর্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষের। সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। তবে এক বছর আগে সংস্কার করা সড়কটির অনেক স্থানে পিচ- কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দেবে গেছে কিছু স্থানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের সময় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ব্যাপক অনিয়ম করেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের এ অবস্থা হয়েছে। কাজের সময় কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাদের। অটোচালক সোবহান বলেন, রাস্তাটি সংস্কারের পর থেকে বিভিন্ন জায়গায় পিচ-কার্পেটিং উঠে যাচ্ছে। এতে অনেক স্থানে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সংস্কারের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ দশা হয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আরডিআরআইপি প্রকল্পের আওতায় ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে গোপালপুর থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমডিইবিটিইউল প্রাইভেট লিমিটেড। সিদ্দিক আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন , সড়ক সংস্কারের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপজেলার কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যাপক অনিয়ম করেছে। ফলে বছর না যেতেই কার্পেটিং উঠে যাচ্ছে। আর কিছু দিন গেলে রাস্তা দিয়ে চলাচলই করা যাবে না। রহিম আলী বলেন, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। সংস্কারের এক বছর না যেতেই চলাচলের অযোগ্য হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পিচ-কার্পেটিং উঠে যাওয়ার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, রাস্তাটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গাতে পিচ-কার্পেটিং উঠে গেছে। তিনি ছয় মাস হলো দায়িত্ব নিয়েছেন। সে সময় যারা দায়িত্বে ছিলেন, তারা এ বিষয়ে বলতে পারবেন।
Discussion about this post