নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতের মিডিয়ারা বাংলাদেশের মধ্য অরাজকতা সৃষ্টি করছে। বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে।
গত রোববার বিকেলে বড়াইগ্রাম উপজেলা মহিলা কলেজ মাঠে জোনাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মাথা থেকে আওয়ামী লীগের ভ‚ত ঝেড়ে ফেলে দেন। গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা যে অন্যায়, অত্যাচার, নির্যাতন করছে। যার কারণে তাকে দেশ ছেড়ে চোরের মতো ভারতে পালিয়ে যেতে হয়েছে। এখন ভারতে থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। যে নেত্রী নিজ দলের নেতাকর্মীদের কথা না ভেবে স্বার্থপরের মতো পালিয়ে যেতে পারে, তার মতো নেত্রী আপনাদের দরকার নেই। দেশের মানুষ আপনাদের আর চায় না। মুজিবের ৭১ থেকে ৭৫ পর্যন্ত যে তোর শাসন করেছিল তার জন্য আওয়ামী লীগ দীর্ঘ যশোর ক্ষমতায় আসতে পারে নাই। শেখ হাসিনা সাড়ে ১৫ বছরে যা করেছে ৪২ বছরও পর মানুষ চিন্তা করবে আপনাদের নিয়ে।
জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেদুল ইসলাম রাসের’র সভাপতিত্বে জনসভায় বক্তব্যে রাখেন- গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল আলম রনি, উপজেলা বিএনপির সাবেক নেতা লিয়াকত আলী আলম প্রমুখ।
Discussion about this post