স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে পূবাইল থানার আয়োজনে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি নাসির উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ডিসি ইব্রাহিম খলিল, গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের এডিসি হাফিজুর রহমান, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামের পূবাইল থানার আমীর আশরাফ আলী কাজল, পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা প্রমুখ।
Discussion about this post