স্টাফ রিপোর্টার :: গাজীপুরে জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে নগরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে গাজীপুর মহানগর জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক মো. শরিফুল ইসলাম শরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটু সঞ্চালনা করেন। বক্তব্য দেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায় মোহাম্মদ ফারুক হোসেন খান, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ তসলিম উদ্দিন, গাছা থানা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মোস্তফা জামান, টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামাদ, বাসন থানা জাতীয় পার্টির আহবায়ক হাজী আব্দুস সুবাহান, সদর মেট্রো থানা জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলাম সরকার, পূবাইল থানা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ হারুন অর রশিদ, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম খান, কাশিমপুর থানা জাতীয় পার্টির আহবায়ক রুহুল আমিন দেওয়ান, সালনা সাংগঠনিক থানা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ মনির হোসেন, জাতীয় পার্টির নেতা ইসমাইল হোসেন, ইন্তাজ উদ্দিন সরকার, সাইফুল ইসলাম সরকার, শফিকুল ইসলাম শফি, আব্দুল মালেক, আমানুল্লাহ আমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম শরিফ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রক্ষমতা রক্তপাতহীনভাবে ছেড়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যেখানে দেশের মানুষ অবাধে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, কিন্তু আজও আমরা গণতন্ত্র পাইনি।
Discussion about this post