মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: শনিবার (৭ডিসেম্বর) বিকাল ৪টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন মেহেন্দিগঞ্জ পৌর কৃষক দলের সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হোসেন গাজী। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন দলের পক্ষে কাজ করতে গিয়ে একাধিক মামলা খেয়েছি এবং জেল খেটেছি, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের পক্ষে কাজ করায় জনতার অপরিসীম ভালোবাসা দেখায়। তা একদল কুচক্রী মহল ঈর্ষাণীত হয়ে ষড়যন্ত্র শুরু করে।
আমার নামে সাবেক কাউন্সিলর রাশিদা বেগম বিউটি, মাকসুদুর রহমান ও আঃ ছত্তার মাঝি অসত্য তথ্য উপাত্ত দিয়ে আমাকে ঘায়েল করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা দলের কেউ নন, আমি দলের একজন নিবেদিত কর্মী হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরা গতকাল আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে ডাহা মিথ্যাচার করেছেন, তাদের অভিযোগগুলো ছিলো বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
আমি সাধারন মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং মিথ্যার অবতারণা করা হয়েছে। আমাকে সামাজি এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করায় আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাবো।
Discussion about this post