নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন সফিপুর আনসার ভিডিপি একাকডেমি পিছনে বিশ্বাস পাড়া,হাবিবপুর গেজেট ভুক্ত সংরক্ষিত বনভূমি বিশাল এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা বসতবাড়ী গুলোতে বনের আইনের নিয়ম নীতি উপেক্ষা করে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির হাত ধরে দীর্ঘদিন যাবত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । ওই এলাকাটিতে বহুতল ভবন সহ প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এই বিষয়টি চন্দ্রা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্হাপক প্রকৌশলী খোরশেদ আলমের নজরে আসে, তিনি তার অফিস সহকারীদের নিয়ে গত ২৭ শে নভেম্বর বুধবার দুপুর ১২:৩০ মিনিটে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, অভিযান পরিচালনা করেন, ৮টি পয়েন্ট অনুমানিক ১১ টি বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ২ ইঞ্চি ৭ শত ফিট পাইভ উত্তোলন ও ৬ টি রাইজার জব্দ করা হয় এবং অফিসে নিয়ে আসেন, অফিসিয়াল অনীহার কারণে বাড়ির মালিকদের সঠিক তথ্য হওয়ার সম্ভব হয়নি, তবে স্থানীয় তথ্য মতাবেক নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তিবর্গরা জানিয়েছেন, বিশ্বাস পাড়ার, টিটু মিয়া ৫ তলায় বাড়িতে ২ টি রাইজার দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবহার হচ্ছে কিন্তু কোন কারণ একটি রাইজার বিচ্ছিন্ন করা হলে অন্যটি রয়ে যায় তারি আসে পাশেই হামিদের বাড়ি, নাহারের বাড়ী,নাসির উদ্দিন বাড়ীসহ আরো একাধিক বাড়ির সংঘোগ বিচ্ছিন্ন করা হলে পরের দিন কিছু অসাধ্য ব্যক্তি পুনরায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন সংযোগ দেয় ঐ এলাকায় স্থানীয় লোকজন অভিযোগ করে অবৈধ গ্যাস সরবরাহকারীদের বলে যারা বৈধ গ্রহক আছে দীর্ঘদিন যাবত অশান্তি অসস্তিসহ তাহারা নানাবিধ দুর্ভোগ শিকার হয়ে আসছেন বৈধ গ্যাস ব্যবহারকারীরা বলছেন স্থানীয় একটি শক্তিশালী চক্রের ভয়ে তারা প্রতিবাদের মুখ খুলতে সাহস পাচ্ছে না, তবে তাহারা নীতিগত ভাবে এর একটা বৈধ সমাধান চান । গোপন সূত্রে জানা যায়, এক বাড়ির ওয়ালার জন্য দুটি চুলার অনুমোদন থাকলেও সে চুলা জ্বালায় একাধিক আবার এমনো অনেক বাড়ী আছে, যা বছরের পর বছর ডিমান্ডনোট তিন থেকে ৪ টি বাড়ি অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে কেউ কিছু বলার নেই, অনিষ্ট হইয়া সইতে না পারিয়া স্থানীয় বাড়ীওয়ালার,,এর জন্য এ ব্যাপারে অভিযোগ দুরে কথা মুখ খুলতে কেউ সাহস পায় না, কিন্তু মুহূর্তে অভিযোগ কারীর নাম সহ পৌঁছে দেওয়া হয় বাড়িওয়ালাদের নিকটে এমন অজ্ঞাত তাদের পূর্বকার অফিস সম্পর্কে তবে বর্তমানে নতুন স্টাফদেন উপর তাহারা সন্ধিহান বলছেন সব রসুনে এক আঠি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,, বৈধ গ্যাস গ্রাহকরা বলেন, ক্ষোভের আগুনে পুড়ছেন তাহারা এ ব্যাপারে মুখ বন্ধ করে রাখতে চান না এমন কথা ও বলে তারা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হইবেন বলিয়া জানিয়েছেন তবে প্রশ্ন হল পাশে বনবিভাগের রেঞ্জের অফিস সংশ্লিষ্ট কৃতপক্ষে জেনে নিরব দর্শক তারা এ পর্যন্ত বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নীতিগত কোন পদক্ষেপ গ্রহণ করছে না এ ব্যাপারে কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ অফিসের কর্মকর্তা মনিরুল করিম জানান বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্যাস অফিস ও বিদ্যুৎ অফিস কৃতপক্ষে কে লিখিত ভাবে অভিযোগ আকারে দায়েরকরেছেন।কিন্তু অভিযোগের স্মারক নং সম্পর্কে জানতে চাওয়া হলে বিদ্যুৎ অফিসের অভিযোগের স্মারক নং ৮৩১/তাং১৩/১১/২৪ দেখানো হয়। চন্দ্রা তিতাস গ্যাস অফিস অভিযোগের স্মারক নং দেখানো হয়নি সব মিলিয়ে রাষ্ট্রীয় সম্পদ সমুচিত ব্যবহার বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনটি সেক্টরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালন উদাসীনতা আজ নিরব এবং রাষ্ট্রীয় এর কাছে প্রশ্নের সম্মুখীন হলেও একদিন হয়তো জনস্বার্থে উন্মোচিত হবে।
Discussion about this post