হাজী মুছা:: ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিনি ও তার স্বামীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকার বসবাসরত জনসাধারণ এবং শামীম আরা রিনি ও তার স্মামীর বিরুদ্ধে জরুরী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গণস্বাক্ষর শুরু করেছে এলাকাবাসী। গত শুক্রবার জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ২৬নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে এলাকাবাসী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর সচিব শামীম আরা রিনি ও তার স্বামীকে বিভিন্ন জায়গায় পরিচয় দেয় উনি গাজীপুর সিটি কর্পোরেশন এর উপদেষ্টা, এই পরিচয়ে পশ্চিম জয়দেবপুর পশ্চিম অংশের বাইতুন নুর জামে মসজিদ ও পূর্ব লক্ষীপুরা কলাবাগান রোডে বাইতুল জান্নাত জামে মসজিদে পাঠায়, বাইতুল জান্নাত জামে মসজিদে মুয়াজ্জিন হাফেজ রাকিব উদ্দিন কে বলে, ফযরের আযান দেওয়া নাকি শব্দ দূষন এবং বলে উনার বাসার দিক থেকে মাইক টা ঘুরিয়ে দিতে এবং মাইক নামিয়ে ফেলতে, কোন প্রকার সাউন্ড যেনো উনার বাড়ির দিকে না যায় বলে হুমকি প্রদান করে। তিনি আরও বলেন, মাইক নামিয়ে না ফেললে মুয়াজ্জিন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবে। গত ২২ নভেম্বর ওয়াজকরুনি ইসলামিয়া মাদ্রাসার মাহফিল চলাকালীন সময়ে ওয়াজ মাহফিলের মাইক খুলে ফেলতে উনার প্রতিনিধি পাঠিয়ে দেয়। শব্দ দূষন এর অভিযোগে। সাধুপাড়া এলাকায় বসবাসরত সনাতনী ধর্মাবলম্বী ওনাদের ধর্মীয় উপাসনায় বাধ্যযন্ত্র বাজানো কে সম্পূর্ণ নিষিদ্ধ করে। তা না হলো মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এর হুমকি দেয়। হাতে ঠেলে হালুয়া রুটির ভ্যান গাড়ি কে শব্দ দূষন এর অভিযোগে ওনার বাসার নিচে দিয়ে যাওয়ার সময় ৫ হাজার টাকা অন্যায় ভাবে জরমিনা করে। বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজের সময় ইট ভাঙার মেশিন শব্দ দূষন এর কারনে বন্ধ করে দেয় এবং শ্রমিক এর গায়ে হাত তুলে। অন্যায় ভাবে বিভিন্ন হকার সবজি বিক্রেতা দেরকে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা করে অন্যায় ভাবে। গাজীপুর অক্সফোর্ড স্কুল ও সিটি কেডেট স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা চলাকালীন সময়ে শব্দ দূষণ এর অভিযোগে সকল প্রকার সাউন্ড বন্ধ রাখতে বাধ্য করে। অন্যাথায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রধান করার হুমকি দেয়। এমতাবস্থায় ২৬ নং ওয়ার্ড ও ২৭ নং ওয়ার্ড এর জনগনের কাছে ওনি এক মূর্তিমান আতংকের নাম। ওনার এহেন কর্মকান্ডে সর্বস্তরের জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিেেয়ছে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপরোক্ত বিষয়ে নিরপেক্ষ তদন্তের মধ্যমে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী। এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিনির সাথে মুঠোফোনে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলোর ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যে সকল অভিযোগ গুলো আনা হয়েছে উক্ত বিষয়গুলোর সাথে আমার স্বামী জড়িত আছে বলে আমি জানতে পেরেছি। আপনি অফিসে আসেন আপনার সাথে সরাসরি কথা বলব।
Discussion about this post