আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে সদর উপজেলার আহমেদপুরে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বঞ্চিত গৃহহীনরা। ঘর বরাদ্দে অনিয়মের জন্য তারা ইউএনও কে দায়ী করে।খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বঞ্চিতদের ঘর দেওয়ার আশ্বাস এবং ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বঞ্চিত গৃহহীনরা। গতকাল শুক্রবার দুপুরে ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী ঘর বরাদ্দে অনিয়ম করেছেন। যাদের ঘর আছে তারাই ঘর পেয়েছেন। কিন্তু প্রকৃত গরিব ও গৃহহীনরা ঘর পায়নি। এসময় সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, উপজেলার চাঁপিল চরতেবাড়িয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন গৃহহীনদের জন্য ৯০টি ঘর নির্মাণ করে উপজেলা প্রশাসন। সেই ঘর পাওয়ার জন্য আবেদন করেন ১২০টি পরিবার। উপজেলা প্রশাসন ৯০টি পরিবারকে ঘর উপহার দেন। এতে বিভিন্ন অনিয়ম হয়েছে দাবি করে যারা ঘর বরাদ্দ পাননি তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। জানতে চাইলে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথী অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বঞ্চিতদের নতুন করে তালিকা করে ঘর বরাদ্দ দেওয়া হবে।
Discussion about this post