নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানার ২ নম্বর ওয়ার্ডের পুরান মহিপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন– শাকিব আল ইমরান ওরফে হাতকাটা ইমরান (২৬), আসাব (৩০) ও সিহাব (২৮)। এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙিনা থেকে শাকিব আল ইমরান, আসাব ও সিহাবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানকালে মশিউর পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতরা একাধিক মাদক মামলার আসামি। থানায় ইমরানের নামে আটটি, আসাবের নামে ১০টি, সিহাবের নামে দুটি ও মশিউর রহমানের নামে সাতটি মাদক মামলা রয়েছে। এরা মহিপুর থানা এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post