স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আজ রোববার ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে ঝুঁকিপূর্ণ নারী মাদকাসক্ত ও যৌন কর্মীদের অলাভজনক সেবা প্রদানকারী কেন্দ্র বারাকা নারী ডিআইসির উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে নতুন বাজার এলাকায় মানব বন্ধন ও র্যালীর আয়োজন করা হয়। ২০২৪ সালের এইডস দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয় অধিকার নিশ্চিত হলে, এইচআইভি / এইডস যাবে চলে (Take the rights path)। উক্ত মানববন্ধন ও র্যালীতে বারাকা নারী ও পুরুষ ডিআইসি এবং বারাকা আলোকিত শিশু প্রকল্পের সেবাগ্রহীতা ক্লায়েন্ট ও কর্মীগণ, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এলাকার স্থানীয় জনসাধারণসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শেখ মো. শহিদুল্লাহ, স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন, বাজার কমিটির সেক্রেটারী হান্নান আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বারাকার পুরুষ ডিআইসির ইনচার্জ মি. অতনু বড়ুয়া (অন্তু) ও মিসেস গরেট্টি রত্না পেরেরা। উল্লেখ্য যে, বাংলাদেশে মাদকসেবীদের মধ্যে এইচআইভি সংক্রমণ হ্রাসে বারাকা নারী ও পুরুষ ড্রপ-ইন সেন্টারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ২০১১ সালে যাত্রা শুরু করে বারাকা নারী ড্রপ ইন সেন্টার এ যাবৎ প্রায় ৭৫০ জন ঝুঁকিপূর্ণ নারী মাদকসেবী ও যৌনকর্মীদের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করেছে। অপরদিকে আজ সকাল ১১টায় কারিতাস উদ্যোম প্রকল্পের উদ্যোগে টঙ্গীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেনির মানুষদের নিয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে র্যালী বের করে। এ সময় কারিতাস উদ্যোম প্রকল্প টঙ্গীর ইনচার্জ শফিকুল ইসলাম ও নিশাত ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আ.বাতেন প্রমুখ।
Discussion about this post