আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরে রাত্রীকালী ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে রাব্বি হোসেন (২১) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি হোসেন (২১) নাটোর সদর উপজেলার চৌগাছি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শেষদিনে শনিবার রাতে চৌগাছি দলের পক্ষে খেলতে নামেন রাব্বি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার অনুভব করেন। কিছুক্ষণ পরেই বেশি অসুস্থ্যবোধ করলে তাকে উদ্ধার স্থানীয় আমজাদ খান চৌধুরি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসারর জন্য চিকিৎসক দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুর রহমান বলেন, নিহতের বাবার কোন অভিযোগ না থাকায় তার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post