স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসগারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের অধীনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই জোড় ইজতেমা।
৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড়ের আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ বিদেশি ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লায় সময় লাগানো আলেমরা অংশ নেন। কালিমা, নামাজ ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর বাদ ফজর গুরুত্বপূর্ণ বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ সাহেব।
এরপর কারগুজারীর আমল হয়। পরে জুমার নামাজ পড়ান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক, বাদ মাগরিব কারগুজারী আমল হওয়ার কথা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দর হাবিবুর রহমান ও পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, জোড় ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সেবায় নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। ময়দান ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন মাওলানা জোবায়েরপন্থিরা। এরপর ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।
Discussion about this post