স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৭ নভেম্বর) শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানা লংগাইর এলাকার মৃত মনসুর মৃধার ছেলে পলাশ (৩৯), ময়মনসিংহ জেলার ভালুকা থানার খুর্দ্দ এলাকার মৃত আবুল হোসেন সেকের ছেলে আতিকুল ইসলাম (৪০), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কলাদহ এলাকার ফারুক খানের মেয়ে ফারিহা আক্তার (১৯), টাঙ্গাইল জেলার সখিপুর থানার জিতাস্বরী এলাকার শাহানুরের মেয়ে সায়লা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদক চোরাচালান চক্রের সদস্য। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্রীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
Discussion about this post