নিজস্ব প্রতিবেদক :: নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। আর এ টিমের অন্যতম খেলোয়ার পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দূর্গম জনপদ সুমন্ত পাড়ার বাসিন্দা ম্যাজিকেল চাকমা খ্যাত ‘মনিকা চাকমা’কে নিজ উপজেলা লক্ষীছড়িতে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ, লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,
ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুপন চাকমা প্রমূখ।
এসময় বক্তারা মনিকা চাকমা ও তার বাবা মাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘মনিকা চাকমা শুধু লক্ষীছড়ির গর্ব না, সে সারা দেশের গর্ব। তার ধারাবাহিক অর্জনে আমরা লক্ষীছড়ির সর্বস্তরের মানুষ উচ্ছসিত। কিন্তু মনিকা চাকমার বাড়ি উপজেলার দূর্গম পশ্চাৎপদ জনপদে হওয়ায় তার বাড়িতে যেতে নেই সড়ক, নেই কালভার্ট, নেই কোন ইন্টারনেট সুবিধা। ২০২২ সালে মনিকা চাকমা প্রথম সাফজয় শেষে বাড়িতে আসার পর অনেকেই আশার কথা শুনিয়েছেন। কিন্তু সে আশা আলো দেখেনি’।
বক্তব্যে মনিকা চাকমা বলেন, আমি সত্যিই অভিভূত, আপ্লুত। আমি দেশের জন্য, আপনাদের জন্য লড়াই করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া-আর্শীবাদ করবেন। আমরাই যাতে আগামীতে আপনাদেরকে আরও বিজয় উপহার দিতে পারি এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আরো সুউচ্চ অবস্থানে নিয়ে যেতে পারি।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাব, সরকারি-বেসরকারি সংস্থা মনিকা চাকমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মনিকা চাকমার বাবা-মাকেও সম্মাননা জানানো হয়।
Discussion about this post