আল আমিন, নাটোর প্রতিনিধি :- চট্টগ্রাম জেলা আদালতে সন্ত্রাসীদের হামলায় এক আইনজীবী নিহত ও কয়েকজন আহতের ঘটনার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সকল স্তরের ছাত্র-জনতা সমাজ। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলকারীরা ইসকনের বিরুদ্ধে স্লোগান দেন। ইসকন কে বাংলাদেশ ছাড়ার হুমকিও দেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা চট্টগ্রামে আইনজীবী হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। ইসকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান তারা।
Discussion about this post