আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর এলাকার ছাত্রলীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল (২৫)কে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা বেআইনি, সন্ত্রাসীদের কাজ। সেটা তো কোন দলের হতে পারে না। আমরা সেই দল করিনা। ঘটনাটি অবহিত হওয়ার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ভুক্তভোগীর বাসায় গিয়েছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। থানায় গিয়ে ওসিকে জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া সহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আজ রবিবার দুপুর দেড়টার দিকে নাটোরের বড়াইগ্রামে ভুক্তভোগীর সাথে সাক্ষাৎ শেষে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বহ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিস্বরুপ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলেছেন, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কেউ অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। নিজেরা অপরাধীর ভূমিকা পালন করবেন না। তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। অন্যের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতান্ত্রিক কর্মীর প্রধান দায়িত্ব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, জরিতদের শাস্তির আওতায় না এনে ভুক্তভোগীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা আইনের লঙ্ঘন।গণতান্ত্রীক দেশে এটা কোন ভাবেই কাম্য নয়। উল্লেখ্য, গত বুধবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর এলাকায় উজ্জ্বল কুমার মন্ডল নামে এক যুবকে বেধড়ক মারপিট করে আহত করে বিএনপির নেতাকর্মীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পরে বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ১৫১ ধারায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে ভুক্তভোগী ওই যুবক জামিনে রয়েছেন।
Discussion about this post