স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ড্রেনের বর্জ্য পরিস্কার করা হয়েছে। বৃহত্তর টঙ্গী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর নেতৃত্বে গত তিনদিন ধরে এরশাদ নগর এলাকার বেশ কয়েকটি ড্রেনের বর্জ্য পরিস্কার করা হয়েছে। ড্রেনের পানি চলাচলের সুবিধার্থে ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। একদিকে নগরীর প্রতিটি ওয়ার্ডে নেই পরিকল্পিত ড্রেন ব্যবস্থা, অপরদিকে যেসব ড্রেন রয়েছে তা সিটি কর্তৃক পরিস্কারের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। যে কারণে একটু বৃষ্টি আসলেই ড্রেন উপচে পানি প্রবাহিত হয়ে জলজটে পরিনত হয়।
এলাকার বাসিন্দারা বলছেন, গাজীপুরে সিটি কর্পোরেশনে নেই মেয়র, নেই কাউন্সিলর। ফলে উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে টঙ্গী জোনের বর্জ্য কর্মকর্তা মো আরিফুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে ড্রেনের বর্জ্য পরিস্কার করার জন্য লোক রয়েছে। তবে এরশাদ নগর এলাকায় অনেক ড্রেন রয়েছে,সেই হিসেবে লোকবল কম। প্রয়োজন হলে লোকবল বাড়ানো হয়।
Discussion about this post