মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় ছোট ভাইয়ের বসত ঘরের কাজ জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন আপন বড় ভাই। গত ৩ বছর আগে ঘর উত্তোলণ করতে গিয়ে বড় ভাইয়ের বাঁধার মুখে কাজ বন্ধ থাকায় এখন পরিবার-পরিজন নিয়ে অন্যের একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করে আসছেন ছোট ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন সিকদার। স্বরেজমিনে গেলে অভিযোগকারী প্রবীণ ( অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলী হোসেন সিকদার গণমাধ্যমকে বলেন, আমি ৮-১০ বছর আগে একটি গাড়ী দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছি, স্ত্রী মারা গেছেন বেশ কএক বছর আগে, আমার টিনসেডের একটি পুরাতন বসত ঘর আছে।
তা বসবাসের অযোগ্য হওয়ায় আমি সেখানে পাকা ঘর করার জন্য গ্রেডভিমসহ ভিটি তৈরি করলে এমতাবস্থায় আমার সহোদর ভাই (অবঃ) মেজর মহসিন সিকদার বাঁধা প্রদান করেন, তার একের পর এক বাঁধা এবং প্রশাসনের কাছে নালিশি অভিযোগের কারনে ৩বছর পর্যন্ত কাজ বন্ধ হয়ে আছে। আমি একজন পঙ্গু মানুষ আমাকে বাড়ি ছাড়া করে রেখেছেন দীর্ঘদিন, আমি কখনো মেয়ে এবং ছেলের কাছে থেকে দিন পার করছি।
এছাড়াও আমার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি আরও বলেন, বর্তমানে আমি সহ আমার পরিবারকে হয়রানিসহ মানসিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষক এর মেয়ে ইয়াসমিন জানান, আমার বাপ-চাচারা ৫ জন, তাদের মধ্যে ৪ জনের ঘর থাকলেও আমার বাবার ঘরটি তুলতে বাধা দেন চাচা আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) মহসিন সিকদার। চাচার দামী ঘরের পাশে আমাদের ঘরটি মানাবে না বলেই বাধা প্রদান করেন। আমর বাবা খুবই অসুস্থ্য, মা বেচে নেই, আমরা তার কোন সেবা করতে পারিনা চাচার কারণে। চাচা মেজর মহসিন সিকদার দীর্ঘদিন আওয়ামীগের এবং প্রশাসনের দাপটে আমার বাবাকে হয়রানি করে আসছেন।
একের পর এক মিথ্যা অভিযোগ করে আমার পঙ্গু বাবাকে হয়রানি করছেন। শিক্ষক আলী হোসেন এর শ্যালক জহুরুল হক সিকদার বলেন, অন্যায়ভাবে ঘরটি মুল জায়গায় থেকে সরিয়ে অন্যাথায় করতে বলেন (অবঃ) মেজর মহসিন সিকদার। কোহিনুর বেগম বলেন, মেজর মহসিন সিকদার একাধিক ব্যক্তিকে জমি ভোগদখলে বাধা দিয়ে আসছেন, তার জন্য আমারা আমাদের জমি ঠিকমতো ভোগদখল করতে পারছি না।
এই বিষয়ে মেজর (অবঃ) মহসিন সিকদার বলেন, আমার ভাইয়ের ঘরটি ৬ফুট সরিয়ে করতে বলেছি, কিন্তু তারা আমার কথা না শুনায় প্রশাসনের কাছে নালিশি অভিযোগ করে কাজ বন্ধ রেখেছি। আরো বলেন বাড়িতে, আমার পৈত্রিক সম্পত্তি ছাড়াও ক্রয় সম্পত্তি আছে। এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষক পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাহাতে তাদের বসত ঘরের কাজটি সম্পুর্ন করতে পারেন।
Discussion about this post